আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সরকারি কলেজে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদেরকে সুন্দর নলেজে গড়ে তোলার লক্ষ্যে ৩টি ক্লাব উদ্বোধন করা হয়েছে। সোমবার কলেজ হল রুমে আনুষ্ঠানিক ভাবে ক্লাব তিনটির উদ্বোধন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাম ক্লাব তিনটির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের মধ্যদিয়ে ক্লাব ৩টির শুভ যাত্রা শুরু হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফিরোজ আলম ও একই বিভাগের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক জি, এম, আখতার-উজ-জামান প্রিন্স।