জি এম ফিরোজ উদ্দিন, মণিরামপুর প্রতিনিধি : যশোর জেলার মণিরামপুরের মনোহরপুর ইউনিয়নের বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট যশোর ইউনিট (ব্লাষ্ট) এর আয়োজনে মনোহরপুর ইউনিয়ন পরিষদে র হল রুমে বৃহস্পতিবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নেটওয়ার্কিং মিটিং ইউথ ওয়ার্ড কমিশনার/ইউপি মেম্বর/ইউপি ওমেন্স মেম্বার ডেভালপমেন্ট কমিটি, ভিএ ডবিøউএল অর্ডার কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ মন্ডর, মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বি এম মোস্তফা মহিতুজ্জামান, মো মোস্তফা হুমায়ুন কবীর এ্যাডভোকেট ও কো-অর্ডিনেটর ভারপ্রাপ্ত ব্লাষ্ট যশোর ইফনিট ইউপি সচিব সনজু মন্ডর, সহ অত্র ইউনিয়নের সকর ওয়ার্ডের মেম্বর, মহিলা মেম্বর, গ্রাম পুলিশ সমাজ সেবক, ব্যবসায়ীসহ সকল শ্রেণীপেশার মানুষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।