জি.এম.আমিনুর রহমান, শ্যামনগর : দীর্ঘদিন অস্বাভাবিক গরমের কারনে শ্যামনগরে জনজীবন অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। পানির শেষ উৎস গ্রামের অধিকাংশ পুকুরের পানি সব শুকিয়ে যায় শ্যামনগরের অধিকাংশ এলাকায় পানির জন্য শুরু হয় হাহাকার। অবশেষে শুক্রবার সন্ধ্যা ৬:১৫ মিনিটে নামলো স্বস্তির বৃষ্টি। টানা দুই ঘন্টার অবিরাম বৃষ্টিতে স্বস্তির আভাস বিস্তার করেছে এলাকায়।
অতি আনন্দিত হয়ে মানুষদেরকে বৃষ্টির পানিতে ভিজতে দেখা যাচ্ছিলো অনেক এলাকায়। গ্রামে গ্রামে খাওয়ার জন্যে বৃষ্টির পানি ধরে রেখে খাওয়ার জন্য এক উৎসবমুখর পরিবেশ দেখা যায়। এযেনো বৃষ্টির প্রতি এক অনাবিল ভালোবাসা।
শ্যামনগর চিংড়িখালির একজন কৃষক মির নুর ইসলাম জানান “বৃষ্টি ছাড়া গ্রীষ্মকালীন শাকসবজি গুলো সব মরে যেতে বসেছিল এই বৃষ্টিটা শাকসবজি উৎপাদনের জন্য খুব ভালো কাজে আসবে এবং কিছুটা হলেও গরমের এই আভাস কমে যাবে।