শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন-২০২৩ উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০.৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডলের সঞ্চিলনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।
সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ডাঃ দীপন বিশ্বাস, ডাঃ মফিজুল ইসলাম, ডাঃ ফরহাদ হোসেন, ডাঃ মিনাক কুমার বিশ্বাস, ডাঃ নাঈম হোসেন নয়ন, ডাঃ সাদিয়া শারমিন, ভারপ্রাপ্ত সহকারী স্কাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, এমটিইপিআই শংকর মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। আগাগী ১৫ থেকে ১৮ জুনের মধ্যে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।