দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কুলিয়ায় ইউনিয়ন ভিত্তিক ৮ দলীয় উপজেলা চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুলিয়া যুব কমিটি আয়োজিত উক্ত টূর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান ও সাবেক ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সকালে কালীগঞ্জের নলতা ইউনিয়ন বনাম সখিপুর ইউনিয়ন, আশাশুনির শোভনালি ইউনিয়ন বনাম দেবহাটার পারুলিয়া ইউনিয়ন আর বিকেলে দেবহাটার কুলিয়া ইউনিয়ন বনাম সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়ন, সাতক্ষীরা সদরের আগড়দাড়ি বনাম নওয়াপাড়া ইউনিয়ন একে অপরের প্রতিদ্বন্দীতা করেন। দূর্যোগপূর্ণ আবহাওয়া না থাকলে শনিবার উক্ত টূর্নামেন্টের ফাইনাল রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নের্তৃবৃন্দ।