কালিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি ঢাকার পক্ষ থেকে মানবসেবায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার সাইনিং এ্যাওয়ার্ড- ২০২৩ পেলেন কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০ টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানকে আনুষ্ঠানিক ভাবে এই পুরস্কার তুলে দেয়া হয়।
বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির প্রতিনিধি সাইফুল ইসলাম বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের হাতে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই এ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে তরুণ জননেতা জাহাঙ্গীর আলম মানবাধিকার সাইনিং এ্যাওয়ার্ড লাভ করায় তাকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।