আবু সাঈদ : সাতক্ষীরার সাংস্কৃতিক ও সাহিত্য পরিবারের পক্ষ থেকে গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজন করা হয় ‘কবি ষষ্ঠী’। আয়োজনের মূল উদ্দেশ্য যতদুর জানা যায় সাতক্ষীরার সংস্কৃতিমনা সকল মানুষের উপস্থিতিতে সাহিত্য আড্ডা, গান, আবৃত্তি ও জৈষ্ঠ মাসের নানান রকম ফল খাওয়া। কবি ষষ্ঠীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান।
বিকেল পাঁচটায় শিল্পকলা চত্বরে মঞ্চে উঠে প্রধান অতিথি ‘কবি ষষ্ঠী’র উদ্বোধন ঘোষণার পরপরই কদিন ধরে প্রচন্ড তাপদাহ ও লোডশেডিং এর মধ্যে যখন মানুষ এক অবর্ণনীয় অবস্থায় দিন কাটাচ্ছিল ঠিক এমনি সময়ে বৃষ্টির আগমন। বৃষ্টিতে সকল সাহিত্য আড্ডা, গান, আবৃত্তি আর না হলেও স্ব স্ব অবস্থানে থেকে সবাই ফল খেতে পেরেছিল।
শিল্পকলা চত্বরে ছিল একটা ছোট খাট মঞ্চ, সামনে ছিল স্কাটিং করা টেবিল, চেয়ার। টেবিলের উপর আম, কাঁঠাল, জাম, জামরুল, লিচু, খেজুর, পেয়ারা, করমচা, তরমুজ, কলা, পেপেসহ হরেক রকমের ফল। কবি, শিল্পী, সাহিত্যিকদের মিলন মেলায় জমে উঠেছিল শিল্পকলা চত্বর প্রাঙ্গণ। কবি ষষ্ঠী অনুষ্ঠানের আহবায়ক ছিলেন বিশিষ্ট ছড়াকার আহমেদ সাব্বির এবং সদস্য সচিব রুহুল আমিন ময়না। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ম্যানগ্রোভ প্রকাশনী সংস্থার কবি স ম তুহিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জেলা নৃত্যশিল্পী সংস্থার সভাপতি নাসরিন খান লিপি,অধ্যক্ষ আশেক-ই এলাহী, কন্ঠশিল্পী মঞ্জুরুল হক, উদীচী সাতক্ষীরার সভাপতি ও দৈনিক সাতক্ষীরার সকাল’র সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, শিল্পকলার সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, কবি শহিদুর রহমান, কবি সালেহা আকতার, কবি দিলরুবা রোজ, কবি মিলি আফরোজা, নবধারা একাডেমির পরিচালক কন্ঠশিল্পী কামরুল ইসলাম, এডিটর’স এর তানজির কচি, কালের চিত্রের কবি গাজী হাবিব,কবি গাজী শাহজাহান সিরাজ, কাজী মাসুদুল হক,কবি সুপদ বিশ্বাস, কবি মাহফুজ শিকারী, কবি ও ছড়াকার আবুল হোসেন আজাদ, কবি মনিরুজ্জামান মুন্না, কবি সায়েম ফেরদৌস মিতুল, কন্ঠশিল্পী চৈতালি মুখার্জী, রনজিতা সরকার পূজা, কর্ণ বিশ্বাস কেডি, কবি তামিম বিল্লাহ, প্রবাল সানা, মিলন, মোস্তাফিজ, শিমুল, মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ প্রায় দেড় শতাধিক শিল্পী, কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।