অহিদুজ্জামান খান : সাতক্ষীরা ৩৩বিজিবি’র অভিযানে সদর উপজেলার বৈকারী সীমান্তের (বলদঘাটা) থেকে ০২টি স্বর্ণের বার উদ্ধার করেছে। বিজিবি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ০৮ জুন রাতে সাতক্ষীরা বৈকারী সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে বৈকারী বিওপি’র একটি চৌকষ আভিযানিক দল বলদঘাটা এলাকায় গোপনে অবস্থান করে। এ সময় আভিযানিক দল মোঃ সাগর (২৫), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, গ্রাম-বৈকারী মাঝের পাড়া, ডাকঘর-বৈকারী, থানা ও জেলা-সাতক্ষীরাকে আটক করে।
পরবর্তীতে আভিযানিক দল আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে কোমরে পেঁচানো কালো কস্টেপ মোড়ানো অবস্থায় ০২টি স্বর্ণেরবার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৩৩ গ্রাম ২৮০ মিলি গ্রাম যার মূল্য ১৯,৬৮,৮৮৩/- (উনিশ লক্ষ আটষট্টি হাজার আটশত তিরাশি) টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করার ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।