আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ মে) সকালে ইটাগাছা পশ্চিমপাড়ায় (বিলপাড়া) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব আব্দুর রহিম, কামরুল আখতার তপু, পৌরসভার এসও সাগর দেবনাথ, মোতালেব, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবুল, ৭নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ঠিকাদার ঈমান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ইটাগাছা পশ্চিমপাড়া বাইতুলহুদা জামে মসজিদের সামনে হতে আলিনুর খান বাবুল এর বাড়ির সামনে পর্যন্ত ২২২ মিটার সিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে।