তারিকুশ সারাফাত, মথুরেশপুর ইউনিয়ন প্রতিনিধি : সাতক্ষীরা কালিগঞ্জে উকসা বিলে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) বিকাল তিনটায় উকসা আনসার ভিডিপি ক্লাবের সভাপতি শেখ ইয়াদ আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, দিপালী রানী ঘোষ প্রমূখ। ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন।
উক্ত প্রতিযোগিতায় প্রথম হয়েছে- টাইগার, দ্বিতীয় হয়েছে- বাহাদুর, তৃতীয় হয়েছে- সোনার হরিণ, চতুর্থ হয়েছে- পাখি এবং পঞ্চম হয়েছে- তুফান। উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতায় হাজার হাজার দর্শকের সমাগম হয়।