নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পলাশপোল নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট-এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কোস্টাল ডেভেলপমেন্ট ওর্গানাইজেশ ফর উইমেন (CDOW) এর আয়োজনে ১১জুন রবিবার বেলা সাড়ে ১১টায় নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট অডিটোরিয়ামে উক্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতায় বিষয় দেওয়া হয় “দক্ষ প্রশাসনই পারে দূষণমুক্ত নগরী গড়তে”। প্রতিযোগিতায় পক্ষ দল ‘সমজীবন সবুজ’ এ অংশ নেয় শর্মিলা খাতুন, কম্পিউটার-৭ম পর্ব, অভিজিত রায়, কম্পিউটার-৩য় পর্ব ও মোঃ আল-আমিন, ইলেকট্রিক্যাল-৭ম পর্ব। বিপক্ষ দল ‘নব জীবন লাল’ দলে মহিবুল্লা হোসেন, সিভিল ৭ম পর্ব, ওলিউজ্জামান সরদার, সিভিল ৭ম পর্ব ও মোঃ সামিউজ্জামান, সিভিল ৭ম পর্বের শিক্ষার্থী।
বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল ‘নব জীবন লাল’ দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় ওলিউজ্জামান সরদার, সিভিল ৭ম পর্ব। প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বেসরকারি সংস্থা সিডো’র প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন। বিতর্ক প্রতিযোগিতা শেষে অংশ গ্রহণকারিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবজীবন এর এইচ আর ডি রেজাউল ইসলাম।