বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জে ইউপি দফাদার ও মহল্লাদারদের ২০২২-২০২৩ ইং অর্থ বছরে সাইকেল ও পোশাক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়রের সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ ও ১২ টা ইউনিয়নের দফাদার ও মহালদার। এরপর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য নির্মিত ব্যারাক এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।