সকাল ডেস্ক : আগামী দু-তিন মাসের মধ্যে সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল গঠনের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। রোববার দুপুরে সাতক্ষীরা শহরের উপকণ্ঠে বিলআবাদিনি এলাকায় প্রস্তাবিত “সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল” সরেজমিনে পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্লের জবাবে বেজা চেয়ারম্যান বলেন, সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ও বাইপাস সড়কের কাছাকাছি হওয়ায় এই জায়গাটি অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য খুবই উপযোগী। তাছাড়া এখানে কোন অবৈধ দখলদার নেই এবং অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য যতটুকু জমি প্রয়োজন, তার সবটুকুই আছে। ইতোমধ্যে রইচপুরে ১৯৩ একর জমি জেলা প্রশাসকের অধীনেই রয়েছে। ২০০ একর জমি হলে অনায়াসে অর্থনৈতিক অঞ্চল গঠন করা যাবে। তিনি বলেন, তবে কিছু প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের মধ্যে কিছু জমি ব্যক্তি মালিকানাধীন রয়েছে।
আমি সাতক্ষীরার জেলা প্রশাসককে বলেছি,তাদের সঙ্গে আলোচনা করে ও সরকারি বিধি অনুসরণ করে যতদ্রæত আমার কাছে প্রতিবেদন আসবে, ততদ্রæত প্রকল্পের অনুমোদন করিয়ে কাজ শুরু করা সম্ভব হবে। আমি মনে করি,তিন মাসের মধ্যে প্রকল্পের অনুমোদন দেওয়া সম্ভব হবে।
রইচপুরে প্রস্তাবিত ‘অর্থনৈতিক অঞ্চল’ পরিদর্শন কালে বেজা’র চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক কাজি আরিফুর রহমান প্রমুখ। প্রসঙ্গত, সাতক্ষীরার মোজাফফর গার্ডেন সংলগ্ন পলাশপোল মৌজায় খাস জমিতে ‘অর্থনৈতিক অঞ্চল’ গড়ে তোলার জন্য ইতোমধ্যে সাইনবোর্ড লাগিয়েছে জেলা প্রশাসন।