কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য নির্মিত ব্রারাক শুভ উদ্বোধন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। ১২জুন সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য নির্মিত ব্যারাক শুভ উদ্বোধন করা হয়।
এ সময় জেলা প্রশাসক নিরাপত্তা কাজে নিয়োজিত ১৩ জন আনসার বাহিনীর সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন। শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। ব্যারাক উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ (মহিলা) ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ০৯ নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাকিম, মৌতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস মোড়ল এবং স্থানীয় সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ মহিদুল ইসলাম।