মোঃ নজরুল ইসলাম, পাইকগাছা : খুলনার পাইকগাছায় শিবসা নদীর চর থেকে ৯০ কেজি ওজনের ডলফিন উদ্ধার করেছে এলাকাবাসি। সোমবার সকাল ৬ টায় পৌরসভার শিববাটী ব্রিজ সংলগ্ন ভবেন্দ্র নাথ সানার বাড়ির সামনে নদীর চর থেকে ওই ডলফিন উদ্ধার করা হয়। রাতে জোয়ারের সময় এটা শিবসা নদীতে আসে। যা ভাটার সময় চর জেগে উঠায় আর নামতে না পারায় চরের বুকে আটকা পড়ে।
এলাকাবাসী বিশাল আকৃতির এ ডলফিনটি উদ্ধার করে নদীতে অবমুক্ত করলে ততক্ষণে সেটা মারা যায়। স্থানীয় ভবেন্দ্র নাথ সানা জানান, সকালে উঠে তিন চরের মধ্যে একটি বিশাল আকারের মাছ দেখতে পায়। এর পর তিনি নিকটে যেয়ে দেখেন সেটা মাছ না একটা ডলফিন। পরে তা ডাঙ্গায় তুলে ওজন করে দেখে তার ওজন ৯০ কেজি। মৃত্যু ডলফিনটি দেখতে উৎসুক শতশত মানুষ শিবসা নদীর চরে ভিড় জমাই।