নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠি মহন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত সাবেক এমএনএ মমতাজ আহমেদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শিশু পার্ক পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদে বারবার নির্বাচিত সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
১৪ জুন বুধবার বিকালে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে মমতাজ আহমেদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শিশু পার্ক পরিদর্শন করেন আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। এসময় তিনি মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত মমতাজ আহমেদ এবং তাঁর জেষ্ঠ পুত্র বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রয়াত অধ্যাপক এম ফারুকের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন মমতাজ আহমেদ মুক্তিযোদ্ধা কমল্পেক্স ও শিশু পার্কের সভাপতি প্রয়াত মমতাজ আহমেদের অপর সন্তান এমএ ফেরদৌস। পরিদর্শনকালে জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন মমতাজ আহমেদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সও শিশু পার্কের বিভিন্ন উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।