বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম।
এক শোক বার্তায় তিনি বলেন বিষ্ণুপুরের সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন বুধবার( ১৪ জুন) দিবাগত রাত পৌনে ১২টায় ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন কালিগঞ্জ, সাতক্ষীরা, তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার পরিজন সহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন এবং তাকে জান্নাতবাসী করুন (আমীন)।