শিমুল পাল, বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদে প্রকাশ্য বাজেট অধিবেশ ও উন্নয়ন পরিকল্পনা-২০২৩-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুন) সকাল ১০.৩০ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে সকল ইউপি সদস্য, এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। জহিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি সদস্য আলহাজ্ব শফিউল ইসলাম খোকন, মোজাম্মেল হক, আব্দুর রব, লিয়াকত আলী, ফিরোজ আহম্মেদ, আলকাফ হোসেন, মতিয়ার রহমান, মহিলা মেম্বার বিউটি খাতুন, দোলন খাতুন, মমতাজ বেগম, ইউপি সচিব অরবিন্দ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। অধিবেশনে ৪ কোটি ৪৭ লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকার বাজেট ঘোষণা করা হয়।