ফজলুল হক কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের আড়ংগাছায় উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল ৪ টায় আড়ংগাছা বিলে হাজার হাজার দর্শকের উপস্থিতে অনুষ্ঠিত প্রতিযাগিতায় সাতক্ষীরা, খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে নয়টি ঘোড়া অংশগ্রহণ করে।
এর মধ্যে প্রথম স্থান অর্জন করে হাজী ওসমান চৌধুরীর ঘোড়া (পাখি), ডাঃ কবির হাসানের ঘাড়া (লাকি) দ্বিতীয় স্থান, নূরনগর মটুর মেম্বারের ঘোড়া (উল্কা) তৃতীয় স্থান এবং চতুর্থ স্থান অর্জন কর ওয়ালিক শেখের ঘোড়া (বিদ্যুৎ)। শিক্ষক মাও. ওজায়র ইমরান ও মাও. রিয়াজুল ইসলামের সার্বিক তত্ত¡াবধানে প্রতিযাগিতা শেষে রতনপুর ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজন’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মাও. ফজলুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাদের, ইউপি সদস্য নলিতা রানী, শিক্ষক মাও. আলমগীর হাসন, সাংবাদিক জাকির হাসান, মাও. আব্দুল জব্বার প্রমুখ।