সকাল রিপোর্ট : কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে “স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” ¯েøাগানে গত ১৪জুন বুধবার ঢাকায় বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে মেধা তালিকায় উত্তির্ণ হয়েছে সাতক্ষীরার নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর সিভিল টেকনোলজির শিক্ষার্থী মাগফুর রহমান।
মাগফুর রহমান জিপিএ-৩.৯৯ (৪) পয়েন্ট লাভ করে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে মেধা তালিকায় উত্তির্ণদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে সাতক্ষীরার নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর সিভিল টেকনোলজির শিক্ষার্থী মাগফুর রহমান ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।