দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় খালের পানিতে ডুবে সাদিকুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কুলিয়া ইউনিয়নের নুনেখোলা গ্রামের ইউনুস গাজীর ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র।
কুলিয়া ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বিধান সরদার জানান, ১৬জুন শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় খালের পানিতে পড়ে যায় শিশুটি। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা ৬টার দিকে খাল থেকে তার মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে বলেও জানান তিনি।