নিজস্ব প্রতিনিধি : আষাঢ়ের দ্বিতীয় দিনে বৃষ্টির ধারা না থাকলেও শিল্পীর কণ্ঠে সুরের মূর্ছনায় মূখরিত হয়ে ওঠে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকা অফিস। প্রতি শুক্রবার দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকায় সাহিত্য পাতার প্রকাশনা কর্মসূচি থাকে সে কারনেই শুক্রবার পত্রিকাটির অফিসে কবি-সাহিত্যিক ও শিল্পীদের পদচারনা থাকে সন্ধা থেকে রাত পর্যন্ত।
তারই ধারাবাহিকতায় ১৬জুন শুক্রবার দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান’র আমন্ত্রণে পত্রিকা অফিসে উপস্থিত হন বিশিষ্ট যাত্রা শিল্পী আয়শা খাতুন খুকুমনি। সাহিত্য আড্ডার ফাঁকে শুরু হয় যাত্রা শিল্পীর কণ্ঠে সুরের ঝংকার। কোন প্রকার বাদ্য যন্ত্র ছাড়াই খালি কণ্ঠে গান পরিবেশন করেন এই গুণি শিল্পী আয়শা খাতুন খুকু মনি। গানে গানে মূখরিত করে তোলেন সকাল অফিস।
যাত্রা শিল্পী আয়শা খাতুন খুকুমনি বাংলাদেশ বেতার খুলনার নিয়মিত শিল্পী, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক, একই সাথে তিনি বন্ধন টেলিমিডিয়ার নাট্য শিল্পী, জেলা যুব মহিলা লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা এবং পৌর ৭নং ওয়ার্ড যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি। সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার মোকাম আলী খান, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু, সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলার সদস্য সচিব বেলাল হোসেন প্রমুখ।