কালিগঞ্জ প্রতিনিধি : মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যদের স্মৃতি বিজড়িত সাতক্ষীরার কালিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বসন্তপুর নদী বন্দর এলাকা সরকারি ভাবে ঘোষিত হয়েছে।
এ বন্দর দ্রুত চালুর বিষয়ে অবহিতকরণ ও পরামর্শ সভা শুক্রবার বিকেলে বসন্তপুর কাস্টম গোডাউন সংলগ্ন এলাকায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বসন্তপুর নৌবন্দর বিষয়ক সাব-কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাবেক সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।