অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটায় সাবেক সেনা সদস্যের নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার ১৭ জুন বাদ যোহর সাবেক সেনা সদস্য অবঃ মাষ্টার ওয়ারেন্ট অফিসার মরহুম রেজাউল করিমের নামাযে জানাযা শেষে তাকে তার দেবহাটাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম রেজাউল করিম উপজেলার সুশীলগাতী গ্রামের মরহুম আব্দুল গফুর খানের ছেলে।
শুক্রবার ১৬ জুন ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুর ১টার দিকে মৃত্যুবরন করেন। মরহুম রেজাউল করিম হার্টজনিত সমস্যায় সেখানে চিকিৎসাধীন ছিলেন। যশোর ক্যান্টনমেন্টের ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মাজহারের নেতৃত্বে ১৮ সদস্যের একটি চৌকস সেনাদল শনিবার পৌনে ১২ টার দিকে দেবহাটায় পৌছান।
পরে সেনা সদস্যদের নেতৃত্বে মরহুমের দ্বিতীয় নামাযে জানাযা শেষে মরহুমের কবরে ফুলের ডালি দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয় এবং সেনাবাহিনীর নিয়মে গুলি ছুড়ে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ক্যাপ্টেন মাজহার মরহুমের স্ত্রীর নিকট ১০ হাজার টাকার চেক প্রদান করেন এবং সেনা কল্যানের পক্ষ থেকে পরিবারের প্রতি সকল সহযোগিতার আশ^াস প্রদান করেন। মরহুম রেজাউল করিম মৃত্যুকালে বৃদ্ধা মা, স্ত্রী, ২ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এসময় এলাকাবাসী, আত্মীয় স্বজনরা মরহুম রেজাউল করিমের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামানা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।