শহর প্রতিনিধি : কোন আলোচনা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার পানির বিল তিনগুন বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সচেতন পৌর নাগরিক কমিটির ব্যানারে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রেজাউল ইসলাম রাজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ।
এসময় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, পৌর ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদ আহমেদ অনজু, সাতক্ষীরা জেলা ভ‚মিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান, ভ‚মিহীন নেতা আব্দুস সাত্তার প্রমুখ। বক্তারা বলেন, নিয়মিত পানি থাকে না।
মাঝে মধ্যে পানি আসলেও ময়লা থাকে, দুর্গন্ধ থাকে। সুপেয় পানি না থাকায় বিভিন্ন কোম্পানির পানি কিনে পান করতে হয়। যা পৌরবাসীর জন্য অত্যন্ত কষ্টকর। পানির সংকটে সাতক্ষীরা পৌরসভার মানুষ যখন দিশেহারা তখনই কোন আলোচনা ছাড়ায় তিন গুন পানির বিল বাড়িয়েছে সাতক্ষীরা পৌরকর্তৃপক্ষ। বক্তারা অবিলম্বে পানির মূল্য স্বাভাবিক করার দাবি জানান। অন্যথায় পৌরসভার নাগরিকবৃন্দ কঠোর কর্মসুচি গ্রহণ করবে বলে হুশিয়ারি দেন।