তাসকিন আহমেদ শাওন : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শাঁখরায় পূর্ব শত্রæতার জের ধরে মৎস ঘেরে বিষ প্রয়োগে আনুঃ ৪লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৬ জুন শনিবার রাত আনুঃ ১১. ৩০ মিনিটের সময় শাঁখরা ব্রিজের পশ্চিম পাশের্^ আহম্মাদ আলীর মৎস ঘেরে।
ঘের মালিক আহম্মাদ আলী জানান, হাড়দ্দাহ গ্রামের মনোহরের পুত্র আলিমের শাঁখরা বাজারে মুদি দোকানে ১৪জুন হালখাতা অনুষ্ঠিত হয়। উক্ত হালখাতায় মুদি দোকানদার আলিম মালামাল বাকী বাবদ আমার ছেলে জাকিরের কাছে ৩হাজার টাকা পাবে। সেই সুবাদে তাকেও হালখাতার চিঠি দেওয়া হয়। কিন্তু হালখাতার শেষ হওয়ার আগে ১৪জুন সন্ধায় আমার ছেলে জাকিরকে ডেকে টাকা চাইলে সে বলে একটু পরে দেব। তারপর কথাকাটাকাটির এক পর্যায়ে মারপিট করে।
তারই জের ধরে শনিবার রাত ১১টা ৩০মিনিটের দিকে আমার ঘেরে কিছু সংখ্যক লোক বিষ প্রয়োগ করে তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়ার সময় আমি লাইট মেরে আলিমের ছেলে ওলি সহ ৪-৫জনকে দৌড়ে পালাতে দেখি। এই বিষ প্রয়োগের ফলে আমার ৪ বিঘা ঘেরে প্রায় ৪লক্ষ টাকার মাছ মারা গেছে। এব্যাপারে আলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মৎস ঘেরে বিষ প্রয়োগ করিনি। এব্যাপারে আমি কিছুই জানিনা। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী আহম্মাদ আলীর পক্ষ থেকে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছিল বলে জানাযায়।