নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় ফুটবল খেলায় গোলযোগের জের ধরে মারপিটের ঘটনায় দুই কিশোর জখম হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার সুশীলগাতী পুলমাথা এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন, স্থানীয় গোলাম বারীর ছেলে মো. সাগর হোসেন (২২) ও শাহাবুদ্দীনের ছেলে শাকিল হোসেন (২১)। তারা উভয়েই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসি জানায়, শনিবার সুশীলগাতী বাগের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে গোলযোগ বাঁধে খানপাড়া ও দোনপাড়া দলের খেলোয়ারদের মাঝে। রবিবার সকালে তাদের মধ্যে মারপিটে ঘটনা ঘটে। এতে খানপাড়া দলের দুই কিশোর সাগর ও শাকিল গুরুতর জখম হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, এঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।