আলী নেওয়াজ, আশাশুনি ব্যুরো : আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টারে ক্রীড়া সামগ্রী ও প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করেছেন। সোমবার (১৯ জুন) ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে এসব সামগ্রী বিতরণ করা হয়। যুব সমাজ ও শিক্ষার্থীদেরকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়তে না পারে সেজন্য ক্রীড়ামুখী করার লক্ষ্যে যুব সমাজ ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী পৌছে দেওয়ার মহান কর্মযজ্ঞ পরিচালনার উদ্যোগ গ্রহন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তারই অংশ হিসাবে এডিবির অর্থায়নে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন পরিষদের পক্ষ থেকে ক্রীড়া বিতরণের কার্যক্রম শুরু করেছেন। ইউনিয়নের আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়েছে। কীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, হ্যান্ডবল ও ক্রিকেট সেট। এছাড়া নাটানা কমিউনিটি সেন্টারে সিলিং ফ্যান ও টেবিল প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন এসব সামগ্রী স্কুলের শিক্ষক, কমিটির সভাপতি, সদস্য ও শিক্ষকদের হাতে তুলে দেন।
এসময় প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিলন কুমার মন্ডল, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মঙ্গল চন্দ্র সরকার, মহিলা মেম্বার ময়না খাতুন, মেম্বার তপন কুমার সরকার, তারক চন্দ্র মন্ডল, যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী, জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।