শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : সাতক্ষীরা সদরের শাল্যে বেতনা যুব সংঘের আয়োজনে, একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় ও সিডো সাতক্ষীরার বাস্তবায়নে অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২০শে জুন মঙ্গলবার সকাল ১১টায় ৩৪নং শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কারিগরি সহযোগিতায় এ অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত হয়।
অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা মুলক মহড়া পরিচালনা করেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ শিমল রানা।এসময় উপস্থিত ছিলেন ৯ নং ব্র²রাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১ নং ওয়ার্ড সদস্য মো. নূরুল হুদা, শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দেব্রত কর্মকার, ফিনান্স অফিসার চন্দন বৈদ্য,ফিল্ড ফ্যাসিলিঠেটর বৈশাখী সুলতনা, বেতনা যুব সংঘের সভাপতি মো. মাসুদ রানা, সেক্রেটারী সাব্বির আহমেদ সহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।