বিলাল হোসেন : বেসরকারি উন্নয়ন সংগঠন সিসিডিবি দরিদ্র মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। সিসিডিবি এর এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলায় নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। নারীদের বাড়িতে সবজি চাষ বৃদ্ধি করতে এবং নারীদের সবজি চাষে উদ্বুদ্ধ করতে এই সবজিবীজ বিতরন করা হয়। ২১ জুন বুধবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে নারী সদস্যদের মাঝে সবজিবীজ বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বীজ বিতরন করেন সিসিডিবি এর প্রধান কার্যালয়ের আইটি কাম এডমিন অফিসার পৌল হাজরা, পিসিআরপি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, স্টেপ এন্ড বিল্ড ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস. এম মনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী সহ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ। এনগেজ প্রকল্পের ৪৫ জন নারী সদস্যদের মধ্যে সাত প্রকার সবজি বীজ (হাইব্রিড ঢেঁড়স-৫০ গ্রাম, বরবটি-৫০ গ্রাম, হাইব্রিড ঝিঙা-১০ গ্রাম, হাইব্রিড লাউ-১০ গ্রাম, হাইব্রিড মিষ্টি কুমড়া-৫ গ্রাম, করলা-১০ গ্রাম, শশা-১০ গ্রাম) বিতরন করা হয়।