দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের নিয়মিত মামলায় মেহেদী হাসান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। সে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের আইনুদ্দীন গাজীর ছেলে। বুধবার ভোররাতে দেবহাটা থানার এসআই মাহাবুর রহমান সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের আগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১২) দায়ের হয়। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।