নিজস্ব প্রতিনিধি : সংগীতের কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো রং নেই, সংগীতের নেই কোনো দেশ। তাই সহজেই সংগীতের হাত ধরে মেল বন্ধন ঘটে মনের। গীতিকার লেখেন, সুরকার সুর দেন, শিল্পী পরিবেশন করেন, যন্ত্রীরা পরিবেশনে সাহায্য করেন। এই অমূল্য পরিবেশনা সবার হৃদয়ে দোলা দেয়। ফলে সংগীত ভালবাসেন না এমন মানুষ কম।
বিশ্ব জুড়ে সংগীতের সার্বজনীন রুপকে বরণ করতেই ২১ জুন পালন করা হয় বিশ্ব সংগীত দিবস। তারই ধারাবাহিকতায় বিশ্ব সংগীত দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সংগীত সমন্বয় পরিষদ খুলনা বিভাগীয় কমিটির সদস্য সচিব মাহফুজুর রহমান মুকুল’র আহবানে উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ ও নোঙর মিউজিক্যাল একাডেমির সহযোগিতায় দিবসটি পালিত হয়।
শোভাযাত্রা শুরুর আগে উদীচী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগীত সমন্বয় পরিষদ খুলনা বিভাগীয় কমিটির সদস্য সচিব মাহফুজুর রহমান মুকুল, উদীচী সাতক্ষীরার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, সুন্দরবন ফাউন্ডেশান এর আফজাল হোসেন, হেড সংস্থার শেখ আজিজুর রহমান, উদীচীর ফারজানা রাহুল মুক্তি, ডি.এম রোকেয়া খলিল লিলি, মোস্তাফিজ, সাংবাদিক ইব্রাহিম খলিল, মনিরুজ্জামান মুন্না প্রমুখ। শিল্পকলা চত্বরে সংগীত পরিবেশন করেন বিটিভির কন্ঠশিল্পী সুমনা, ফারজানা ইসলাম রোজ ও মুকুল।