তাপস সরকার, তালা : তালা উপজেলার জালালপুর ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর তত্বাবধায়নে ইউনিয়নের ভিজিএফ কার্ডভুক্ত অসহায় দরিদ্রের মাঝে এ চাল বিতরণ করেন। এ সময় ট্যাগ অফিসার সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঈদুল আযহা উপলক্ষ্যে এ বছর উপজেলার ১২টি ইউনিয়নে ভিজিএফ কার্ডভুক্তদের মাঝে ১৩৮.৮০০ মেট্রিকটন চাল বিতরণ করা হচ্ছে।