আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা এনজিও ফোরাম এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার ও এনজিও ফোরামের সদস্য সচিব রফিকুল ইসলাম, কৃষি অফিসার এসএম ইনামুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, এনজিও ফোরামের সমন্বয়কারী সুশান্ত মল্লিকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এনজিও ফোরামের পক্ষ থেকে বিদায়ী ইউএনও ইয়ানুর রহমানকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।