বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জে ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদে তিন দিনব্যাপী জীবনযাত্রা পুনর্গঠনমূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (২২ জুন) সমাপনী দিনে ফিল্ড ফ্যাসিলিটেটর অশোক কুমার হাওলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম।
ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ডিভিশনের প্রোগ্রাম অফিসার গোলাম মর্তুজা প্রজেক্ট অফিসার বিপ্লব তরফদার ও দীপঙ্কর সাহা। ২৫ জন নারী ও পুরুষকে তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়।