শনিবার , ২৪ জুন ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

আশাশুনিতে স্বেচ্ছাসবেকলীগের মহিলা কর্মী সমাবেশ

প্রতিবেদক
satkhirar sakal
জুন ২৪, ২০২৩ ১১:৫৮ অপরাহ্ণ

শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলা কর্মীদের সক্রীয় করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসবেকলীগ আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে মহিলা কর্মী সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শনিবার (২৪ জুন) বিকালে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে মোবাইল কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। স্বেচ্ছাসেবকলীগ নেত্রী শিখা কবিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে তথ্য বহুল বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও অন্যদের উপস্থিত ছিলেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, বনমালী দাশ, মারুফা খাতুন, ময়না খাতুন, মেহেররুন নেছা, স্বেচ্ছাসেবকলীগ নেতা অবিনাশ বৈদ্য, খোকন চন্দ্র মন্ডল, বাবুল আক্তার, হানিফ মোড়ল, গোপাল চন্দ্র মন্ডল, শওকত হোসেন, সালাহ উদ্দিন, সেলিম রেজা মিলন, সত্যজিৎ মন্ডল, আনার গাজী, নূর ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের জন সংখ্যার অর্ধেক নারী। নারীদের বাদ রেখে দেশ ও জাতির কল্যাণ সম্ভব নয়। তাই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী নারী সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

নারী সমাজকে নিজেদের কর্মঠ করে গড়ে তোলা, সমাজের কাজে আসা এবং জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। নারীদেরকে তাদের যোগ্যতা বিচার করে দেশেরসকল ক্ষেত্রে চাকুরির সুযোগ করে দেওয়ার পাশাপাশি সকল ক্ষেত্রে সুযোগ করে দিচ্ছেন। দেশের বড় বড় সেক্টরে আজ নারীরা বলিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করছেন। নারীদেরকে গড়ে তুলতে লেখাপড়ার সুযোগ সহজ করা হয়েছে। সরকারি সুযোগ সুবিধার আওতায় আনা হচ্ছে। তিনি সমাজ, শিক্ষা, রাজনীতি, প্রশাসনসহ সকল ক্ষেত্রে নিজেদেরকে তুলে ধরতে নারী সমাজের প্রতি আহবান জানান।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী। দেশের হাজার হাজার নারী এখন যোগ্যতার সাথে উচ্চ পদস্থ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। আর এসব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সুচিন্তিত পরিকল্পনার কারনে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার আহবান জানান।

প্রধান বক্তা সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান তার বক্তব্যে নারী সমাজের অতীত, বর্তমান অবস্থা সম্পর্কে তথ্যসমৃদ্ধ আলোচনা করেন। সরকারের নারীদের জন্য গৃহীত ও বাস্তবায়িত কর্মকান্ডের কথা উল্লেখ করে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকপাত করে নারী জাতির অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দানের অপরিহার্যতার কথা তুলে ধরেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে উপজেলা জামায়াতের রোকন সম্মেলন

সদর থানা জামে মসজিদ কমিটির পক্ষ থেকে পুলিশ সুপার কে শুভেচ্ছা

ভোমরার বিভিন্ন স্থানে চেয়ারম্যান প্রার্থী শেখ তামিম হোসেন সোহাগের গণসংযোগ

জেলা মৎস্যজীবী দলের আয়োজনে জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালন

ঈদে নির্বেঘ্নে ঘরে ফেরার লক্ষ্যে সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

কালিগঞ্জের কৃষ্ণনগরে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন

শাল্যে যুব সংঘের আয়োজনে ঈদ আনন্দ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কালিগঞ্জ বসন্তপুর কাস্টমে ১৫টি গরুর নিলাম বাতিল

ঝাউডাঙ্গা কলেজে জাতীয় শোক দিবস পালন

আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন