শেখ সিদ্দিকুর রহমান : তথ্য অধিকার, জলবায়ু পরিবর্তন ন্যায় বিচার ও জলবায়ুর প্রভাব মোকাবিলা শীর্ষক বিষয়ে কাজ করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কালিগঞ্জ শাখা সংসদ। তারা আবারও নতুন পথ নাটক নিয়ে আসছে সাতক্ষীরাবাসীর জন্য। বৃহস্পতিবার ২২ জুন বিকাল ৫টায় “তথ্য অধিকার, জলবায়ু পরিবর্তন ন্যায় বিচার ও জলবায়ুর প্রভাব মোকাবিলা” পথনাটকটির প্রথম মঞ্চস্থ হয় সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী জোড়দিয়া কলেজিয়েট হাইস্কুল প্রাঙ্গনে।
আসন্ন ঈদুল আযহার পরে কালিগঞ্জ উপজেলা ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটি রচনায় সাতক্ষীরা অগ্রগতি সংস্থা। আর্থিক সহযোগিতায় দ্যা কাটার সেন্টার বাংলাদেশ ও বাস্তবায়নে অগ্রগতি সংস্থা সাতক্ষীরা। তথ্য অধিকার, জলবায়ু পরিবর্তন ন্যায় বিচার ও জলবায়ুর প্রভাব মোকাবিলা শীর্ষক পথ নাটকটি বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে মঞ্চস্থ করছেন বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ, সাতক্ষীরা এর নাট্যদল। দলিত ও প্রান্তিক নারীদের তথ্য অধিকার বৃদ্ধিমূলক প্রকল্পে সামাজিক দায়বদ্ধতা থেকে উদীচী নাট্যদল এই কাজটি করছে। বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ এর সভাপতি সেলিম শাহারীয়ার প্রতিবেদককে বলেন “ আমরা উদীচীকর্মী সমাজের সকল অসংগতির বিরুদ্ধে সংস্কৃতির নাটক, গানের মাধ্যমে প্রতিবাদ করি।
এটা আমারে সাংগঠনিক কাজ। করোনাকালীন সময়ে সমগ্র সাতক্ষীরার প্রতিটি উপজেলায় ৪০টি স্থানে আমার রচনায় “বাঁচতে হলে জানতে” হবে পথ নাটকটি করে ছিলাম। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও ন্যায় বিচার নিয়ে কাজ করছি। আমাদের তথ্য অধিকার আইন এর খুটিনাটি বিষয় মানুষকে জানাচ্ছি।সাতক্ষীরার মানুষ নাটক প্রেমী সাধারন মানুষ নাটক দেখে অনেক কিছু জানতে পারছে।
আগামীতে আমাদের এই বিষয়ে আরো কাজ করার আশা আছে। আমাদের সাথে যে সমস্ত সহযোগি সংগঠন বা সংস্থা সহযোগিতা করছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।” বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় নয় সমগ্র সাতক্ষীরাতে তাদের নাটকে যে মানুষের তথ্য সেবা দিয়ে যাচ্ছে তার জন্য সকল শ্রেণীপেশার মানুষ সাধুবাদ জানিয়েছে তাদের পরিবেশনায় নতুন কিছু দেখতে চায় জানতে চায়।