নিজস্ব প্রতিনিধি : ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কর্মসূচি সফল করার লক্ষ্যে পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ “জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শুভ শুভ শুভ দিন, আওয়ামী লেগের জন্মদিন, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জামাত-শিবিরের আস্তানা, এই বাংলায় রাখবোনা” এমনসব ¯েøাগান দিতে দিতে শহরের খুলনারোড মোড় থেকে একটি মিছিল নিয়ে সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ মাঠে সমবেত হয়।
পরে পৌর আওয়ামী লীগের ব্যানারে মিছিল নিয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ গ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সুবল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক লিটন মির্জা, সাংগঠনিক সম্পাদকবেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা নুরুল হক, মনজুরুল আলম, গোলাম মোস্তফা, তৈয়বুর রহমান, শেখ মাসুদ, রফিকুল ইসলাম, মাসুম, সোহেল সুজন প্রমুখ।