সকাল ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র সোনার বাংলা গড়ার অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার এর উদ্যোগে সাতক্ষীরা সদর থানাধীন মুন্সিপাড়া গ্রামের অসহায়, হতদরিদ্র মোঃ হযরত আলীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম ২৬ জুন সোমবার অসহায় মোঃ হযরত আলী কে ভ্যান গাড়ি প্রদান করেন।
ভ্যান গাড়িটি পেয়ে অসহায় মোঃ হযরত আলী আবেগাপ্লæত হয়ে পড়েন এবং পুলিশ সুপার ও জেলা পুলিশ, সাতক্ষীরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার(তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।