আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গাজাসহ বিভিন্ন মামলায় ৪ আসামীকে আটক হয়েছে। গতকাল সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম’র দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে পুলিশ এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে মাদক দ্রব্য উদ্ধারসহ গ্রেফতারী পরোয়ানা ও নিয়মিত মামলার আসামীদের গ্রেফতারে এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিয়াবুল ইসলাম সিহাবের নেতৃত্বে এএসআই সোয়ান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের রবিউল ইসলামের পুত্র আবু রায়হানকে ২’শ গ্রাম গাঁজাসহ ও অন্য একটি মামলার আসামী একই গ্রামের মৃত রেজাউল করিমের পুত্র বাহারুল আলম কে আটক করে।
এ ছাড়া আশাশুনি থানার এসআই আব্বাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অন্য মামলার আসামী দরগাহপুর গ্রামের খরিয়াটি গ্রামের মৃত চেনে গাজীর পুত্র সাহেব আলী গাজী ও এসআই বিজন কুমার সরকার খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামের মৃত সোবহান সানার পুত্র হাসান সানাকে আটক করে। গতকাল সকালে আটককৃত আসামীদের কোট হাজতে প্রেরন করা হয়েছে।