কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় পড়ুয়া সকল অসহায় ছাত্রদের পোশাক বিতরণ করা হয়েছে। কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উত্তর ছনকা সিদ্দিকীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সকল ছাত্রদের মাঝে পোশাক বিতরণ করা হয়।
২৭ জুন মঙ্গলবার সকাল ১১টায় উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবীর ও লন্ডন প্রবাসী আলহাজ্ব ডাঃ সামছুজ্জোহা’র অর্থায়নে উপজেলার উত্তর ছনকা সিদ্দিকীয়া হাফিজিয়া মাদ্রাসার এতিম খানা ও লিল্লাহ বোডিং এর ইমাম মাওলানা আব্দুস সামাদ সহ অত্র মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে পাঞ্জাবি ও পায়জামা উপহার দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসা ও মসজিদ কমিটির সহ সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শেখ সাদেকুর রহমান, সেক্রেটারি শেখ জাহাঙ্গীর আলম, ক্যাশিয়ার শেখ রফিকুল ইসলাম, সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম, শেখ আসাদুজ্জামান, শেখ তৈয়েবুর রহমান, মাহিনুল হাসান মাহিম, শেখ রিয়ান প্রমুখ।