নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫দিন ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী শনিবার পর্যন্ত ৫দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর। আগামী রোববার থেকে যথারীতি চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান,কোরবানির ঈদে মঙ্গলবার থেকে ৫দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। আগামী রোববার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম চলবে। তবে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।