নিজস্ব প্রতিনিধি : আগামী পহেলা জুলাই শনিবার সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘সাতক্ষীরা পিএন হাইস্কুলে’র প্রাক্তন ছাত্রদের মিলন মেলা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্টেজ ও ডেকোরেটারের প্যান্ডেল নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। মিলন মেলা আয়োজক কমিটির সদস্য রশেদুজ্জামান রাশি বলেন, সবকিছু ঠিক থাকলে বিদ্যালয়টি স্থাপনের ১৬২বছর পর এটি হবে প্রথম ও সবচেয়ে বড় মিলন মেলার আয়োজন।
২৭ জুন বুধবার পর্যন্ত ১২০০জন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। ইতোমধ্যে সকলের জন্য নির্ধারিত ডিজাইনের গেঞ্জি ও ক্যাপ প্রস্তুত সম্পন্ন হয়েছে। মিলন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব কাজী আক্তার হোসেন বলেন, পহেলা জুলাই শনিবার সকাল ৮টায় পিএন স্কুল প্রাঙ্গণে সকল ছাত্রদের উপস্থিতির পর গেঞ্জি ক্যাপ বিতরণ করা হবে।
এরপর সকাল সাড়ে ৯টায় সকলকে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হবে। সেখানেই সকালের নাস্তা শেষে সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সাবেক সিনিয়র শিক্ষার্থীরা। দুপুরে ভাল মানের প্যাকেটজাত খাবার বিতরণ করা হবে। সন্ধ্যায় ভারতীয় ও সাতক্ষীরার জনপ্রিয় শিল্পীদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মিলন মেলা আয়োজক কমিটির আহŸায়ক শেখ আজহার হোসেন বলেন, সাবেক শিক্ষার্থীদের নিয়ে কয়েক দফায় আলোচনার মাধ্যমে মিলন মেলা আয়োজনের বিষয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঐ দিন বিদ্যালয়ের ইতিহাসে সাবেক বর্তমান শিক্ষার্থীদের নিয়ে সর্ববৃহৎ মিলন মেলা অনুষ্ঠিত হবে। সকল কাজে সহযোগিতার জন্য আয়োজক কমিটির সকল সদস্য, বিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সাংবাদিকসহ সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।