সুব্রত কুমার গোলদার, (খাজরা) আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরায় মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধূলার প্রতি যুব সমাজের অগ্রনী ভূমিকা পালনের জন্য গদাইপুরস্থ শেখ রাসেল স্মৃতি যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় সরদারবাড়ি ফুটবল একাদশ কে হারিয়ে খাঁ বাড়ি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রবিবার (২ জুলাই) বিকালে গদাইপুর খোলপেটুয়া নদীর চরে গদাইপুর অস্থায়ী খেলার মাঠে শেখ রাসেল স্মৃতি যুব সংঘের আয়োজনের এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শেখ রাসেল স্মৃতি যুব সংঘের সভাপতি ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল ইসলামের সভাপতিত্বে,কবি সাহিত্যিক মোঃ রুহুল আমিনের ধারাভাষ্যে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খাজরা ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ ডালিম,বিশেষ অতিথি মোঃ আব্দুল লতিফ উপস্থিত ছিলেন ও বিজয়ী দলকে ট্রপি প্রদান করেন।
এসময় শেখ রাসেল স্মৃতি যুব সংঘের সদস্য সাব্বির হোসেন, হেলাল সরদার, আরাফাত, কোহিনুর সরদার, কামারুল সরদার, মামুন খাঁ, রাসেল হোসেন, মোঃ ডিটু সরদার, ইব্রাহিম খলিল, সাবেক ইউপি সদস্য হোসেন আলী, সমাজ সেবক শাহিনুর সরদার, বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দীন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ধাপে খাঁবাড়ি ফুটবল একাদশ হাজী বাড়ি ফুটবল একাদশ ও সরদার বাড়ি ফুটবল একাদশ গাজী বাড়ি ফুটবল একাদশের মুখোমুখি হয়।
টান টান উত্তেজনা পূর্ন খেলায় প্রথম ধাপে খাঁ বাড়ি ফুটবল একাদশ ও সরদারবাড়ি ফুটবল একাদশ জয়লাভ করে ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন। ফাইনাল খেলায় নির্ধারিত ৯০ মিনিটে খাঁ বাড়ি ফুটবল একাদশ সরদার বাড়ি ফুটবল একাদশকে ৪টি গোল দিতে সক্ষম হয়। ফলে খাঁবাড়ি ফুটবল একাদশ ৪-০ গোলে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ শাহনেওয়াজ ডালিম বলেন, এলাকার যুব সমাজ কে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধূলার কোন বিকল্প নাই। তিনি আরও বলেন এখন নতুন করে খেলার মাঠ তৈরীর জন্য কেউ জমি দিতে রাজি হয় না। যার কারনে আমি গত বছর খোলপেটুয়া নদীর চরে এ মাঠ টি করে দিয়েছিলাম। আবারও সাতক্ষীরা-৩ আসনের মাননীয় এমপি ডাঃ আ ফ ম রুহুল হক স্যারের কাছে কিছু বরাদ্দ চেয়েছি যাতে মাঠে বালু ভরাট করে মাঠ টি সুন্দর ভাবে সাজাতে পারি।