সেলিম হায়দার : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম গণসংযোগ অব্যাহত রেখেছেন। রবিবার (২ জুলাই) বিকালে তিনি তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারের সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন।
তালা উপজেলা যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, খলিষখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক খলিলুর রহমান, যুগ্ম-আহবায়ক আজিজুর রহমান গাজী, যুবলীগ নেতা আতাউর রহমান, আব্দুল্লাহ আল আমিন রনি, কিশোর কুমার, মানিক বাছাড়, মফিজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ গণসংযোগকালে উপস্থিত ছিলেন।
এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন, তিনি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকার মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাবেন। দেশের বর্তমানের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। সকল শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবেন।