নিজস্ব প্রতিনিধি : খান এন্ড খান চৌধুরী ফাউন্ডেশন আয়োজিত ঈদ পুনর্মিলনী ও নৈশ্য ভোজ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুন শুক্রবার সন্ধা সাড়ে ৭টায় নবজীবন অডিটোরিয়ামে উক্ত ঈদ পুর্নমিলনী ও নৈশ্য ভোজ অনুষ্ঠিত হয়। খান এন্ড খান চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি রেজওয়ান খান মুন্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনা বানু খান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসেক খান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এ্যাড. রবিউল ইসলাম খান, ছবিউল ইসলাম খান, সিনিয়র সহ সভাপতি আব্দুল আনিস খান চৌধুরী বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খান, আইন বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম খান চৌধুরী, আতিকুজ্জামান খান চৌধুরী সুমন, ওয়াসি উদ্দীন খান (পিপুল), টগর, সোহেল, হাসনা হেনা খান সহ পরিবারের সকল সদস্যবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু ও ক্রীড়া সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।