আতাউর রহমান, তালা : সাতক্ষীরার পাটকেলঘাটায় আব্দুল আহাদ (৭৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে তালা উপজেলার শাকদহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ ওই গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা আব্দুর রউপ জানান, ওই বৃদ্ধ অত্যন্ত গরিব। দীর্ঘদিন অ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার ভোরে সবার অজান্তে বাড়ির পাশে সফেদা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়ায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।