নিজস্ব প্রতিনিধি : সবুজে সাজাই বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে মাস ব্যাপি বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা ল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়েছে। ল’স্টুডেন্টস ফোরামের আয়োজনে মঙ্গলবার বিকাল ৫টায় প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সহযোগীতা বৃক্ষরোপন ও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ল স্টুডেন্স ফোরামের প্রধান উপদেষ্টা ও ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার, এড. নাজমুন নাহার, প্রকৃতি ও জীবন ক্লাবের সাতক্ষীরার উপদেষ্টা অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক ই এলাহী, এড. আবুল কালাম আজাদ, জীবন ও প্রকৃতি ক্লাবের সভাপতি ও ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা এড. মুনির উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ল স্টুডেন্টস ফোরামের সভাপতি সালাউদ্দীন রানা, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এস এম বিপ্লব হুসাইন, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সদানন্দ সরকার, সাংগঠনিক সম্পাদক সানজিদা ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না খাতুন, সমাজ কল্যাণ সম্পাদক আন্না পারভীন বৃষ্টি, সদস্য মুনমুন, প্রিয়াংকা, ল কলেজের ইকবাল হোসেন ও কবির হোসেন প্রমুখ।
কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। এসময় কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার আলী বলেন, গাছ না থাকলে মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। যেকারনে আমাদের গাছ লাগানো জরুরী। প্রকৃতি ও জীবন ক্লাব ল কলেজের গাছ বিতরণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।