(খাজরা) আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়ন সীমান্তে অবস্থিত কালকীর স্লুইসগেট গেটে কপোতাক্ষ নদের অংশে অতিরিক্ত পলি মাটি জমে গেটের মূল প্রবেশ পথ একেবারেই বন্ধ হয়ে গজুয়কাটিসহ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ায় তারই প্রেক্ষিতে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর আওতায় অবশেষে গেটের মুখে জমে থাকা পলি অপসারন কাজ আবারও বাস্তবায়ন হতে যাচ্ছে। ফলে চলতি বর্ষা মৌসুমে দুই ইউনিয়নের বিল গুলো প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে মুক্তি পেতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে কালকীর স্লুইসগেট গেট সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর মাধ্যমে খাজরা ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ ডালিমের তত্ত¡াবধানে ও উপস্থিতিতে প্রথম দিনে প্রায় ৪০জন শ্রমিক দিয়ে গেটের সামনের পাটের অংশ পলি মাটি অপসারণ শুরু হয়েছে। পরে ভেকু মেশিনের মাধ্যমে ভরাটকৃত কপোতাক্ষ নদের অংশের পলি অপসারনের জন্য কাজ শুরু হবে। পলি মাটি সঠিক ভাবে অপসারন করা গেলে ফটিকখালী, খালিয়া, রাউতাড়া, পিরোজপুর, দূর্গাপুর, গজুয়াকাটি, চেউটিয়া ও বড়দল ইউনিয়নের কিছু অংশের হাজার হাজার বিঘা ধানের জমি ও মৎস্য ঘেরের পানি নিঃষ্কাশনের জন্য একমাত্র এই স্লুইসগেটগেটটি ব্যবহার করে কৃষকরা উপকৃত হবে।
এসময় ইউপি সদস্য খায়রুল ইসলাম, রামপদ সানা, হাসমত ঢালী, মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এবিষয়ে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, কালকীর স্লুইসগেট গেটে পলি পড়ে প্রবেশ পথ ভরাট হয়ে গেছে। আগে একবার পলি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল।
কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ করতে অনিহা প্রকাশ করায় তা বন্ধ হয়ে যায়। চলতি বর্ষা মৌসুমে গজুয়কাটিসহ কয়েকটি এলকায় জলাবদ্ধতার সংবাদটি আমি পাওয়া মাত্রই সাতক্ষীরা-৩ আসনের এমপি ডাঃ আ ফ ম রুহুল হক স্যার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীমবরণ চক্রবর্তী, সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি। ফলশ্রæতিতে পানি উন্নয়ন বোর্ড-২ এর মাধ্যমে পলি অপসারন কাজ শুরু হয়েছে।
তিনি আরও জানান, রাউতাড়া উত্তর বিলের মৎস্য ঘেরে লবন পানি কালকীর খালে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যক্তি মালিকাধীন কলগইটি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার প্রতিনিধিগণ সার্বকক্ষণিক মনিটরিং করবে কাজটি যাতে ভালভাবে সম্পন্ন হয়। এদিকে আজ সকালে শ্রমিক দিয়ে পলি অপসারনের কাজ শুরু হলে স্থানীয় কৃষক, মৎস্য চাষীরা সাতক্ষীরা-৩ আসনের এমপি ডাঃ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা জেলা প্রশাসক, খাজরা ইউপি চেয়ারম্যানসহ গণমাধ্যম কর্মীদের কে সাধুুবাদ জানিয়েছেন।