বৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

তালায় অবহেলিত ঐতিহাসিক দরবার স্তম্ভ চত্বরটি পরিষ্কার করলো আমরা বন্ধু সংগঠনের সদস্যরা

প্রতিবেদক
satkhirar sakal
জুলাই ৬, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় অবহেলিত ঐতিহাসিক দরবার স্তম্ভ চত্বরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে আমরা বন্ধু সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে আমরা বন্ধু সংগঠনের সদস্যরা তালা বাজার খেয়াঘাট মোড়ে অবস্থিত দরবার স্তম্ভ চত্বরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে। এ বিষয়ে আমরা বন্ধু সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত জানান, দীর্ঘদিন ধরে এই ঐতিহাসিক স্থানটি অযতেœ অবহেলায় পড়ে আছে।

এখানে অনেকে জেনে না জেনে ময়লা আবর্জনা ফেলে। কিন্তু এটা পরিছন্নতা রক্ষায় কেউ উদ্যোগ নেয় না। তাই আমরা ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের দায় থেকে এ উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি বিষয়টি নিয়ে বণিক সমিতির সভাপতির সাথে কথা বলেছেন।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ভারতীয় উপমহাদেশ যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার ঠিক সে সময় ১৯০৫ সালে ব্রিটিশরা বাংলাকে ভেঙ্গে দেওয়ার চক্রান্ত শুরু করে যা বঙ্গভঙ্গ নামে পরিচিত। পরবর্তীতে ১৯১১ সাল পর্যন্ত এর বিরোদ্ধে বাংলার বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তোলে বাংলায় কথা বলা মানুষেরা। আন্দোলনের মুখে ১৯১১ সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেয়।

তারপর, একই বছরের ১২ই ডিসেম্বর এই ঘোষণার আনুষ্ঠানিক বাস্তবায়নের জন্য সম্রাট জর্জ দিল্লিতে বৈঠকে বসেন। সম্রাটের এই আগমন উপলক্ষ্যে এবং ঐতিহাসিক এই বিজয় উদযাপণ করতে বর্তমানের তালা উপজেলায় এই দরবার স্তম্ভটি তৈরি করেন রাজনীতিবিদ রাজকুমার বসু। ১৯৯৫ সালের পর থেকে বিভিন্ন মহল এই স্তম্ভটি সংরক্ষণের দাবি জানানোর পর বাংলাদেশ প্রতœতত্ত¡ অধিদপ্তর এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে নথিভুক্ত করে। কিন্তু, যথাযথ তদারকির অভাবে ঐতিহাসিক এই স্তম্ভটির চত্বরে ময়লা-আবর্জনার স্থান হিসেবে পতিত হয়েছিল। নতুন প্রজন্মের কাছে এই স্তম্ভের মর্মার্থ তুলে ধরতে প্রশাসনের আরও সহযোগিতার দাবী জানান সেচ্ছাসেবী সহ স্থানীয় জনগণ।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত